ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৫, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুরে সহপাঠীদের সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা দুপুর ১টার দিকে পুকুরে জাল ফেলে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুর রহমান তনু (১৫) নাটোরের বিরামপুর থানার গোপালপুর গ্রামের মো. সাজ্জাদুর রহমানের ছেলে।

সে জৈনা বাজার এলাকার জহিরের বাড়ীতে বাবা মার সাথে ভাড়া থাকতো এবং স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করতো।

নিহতের বাবা জানান, তিনি স্বপরিবারে জৈনা বাজারে ভাড়া থেকে স্থানীয় দাদা গ্রুপের একটি কারখানায় চাকরি করেন। তার ছেলে সময় সুযোগ পেলেই সাঁতার শিখতে পুকুরে যেতো। রবিবার স্কুল বন্ধ থাকায় সহপাঠীদের সাথে সকাল সাড়ে ১০টার দিকে ওই পুকুরে সাঁতার শিখতে নামে। এ সময় সে একটি কলাগাছের টুকরায় ভর করে সে সাঁতরিয়ে পুকুরের মাঝখানে চলে যায়। একপর্যায়ে কলাগাছ থেকে হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে পুকুর থেকে তনুকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে জাল ফেলে দুপুর ১টার দিকে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া গণমাধ্যম কে জানান, নিহতের মরদেহ শ্রীপুর হাসপাতালে আছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com