নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সাভার সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। রোববার (১৫ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার এমকে টাওয়ারের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।
সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি প্রমুখ।
এছাড়াও সংগঠনের জন্য বিভিন্ন অবদান রাখায় সাভার সিটিজেন ক্লাবের পক্ষ থেকে এমকে টাওয়ারের স্বত্বাধিকারী মো: আনোয়ার হোসেন তালুকদারকে দেওয়া হয় সংবর্ধনা।
এসময় সাভার সিটিজেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com