ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
মে ১৬, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সারফিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার পরে রাতেই অভিযুক্ত মো. সারফিকে গ্রেপ্তার করে পুলিশ। সারফি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকা এলাকার মো. হেমায়েত এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রী ও সারফি একই এলাকায় বসবাস করেন। সারফি দীর্ঘদিন থেকে কলেজ ছাত্রীকে রাস্তা ঘাটে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসছিল। ঘটনার দিন গত শনিবার বিকালে ভুক্তভূগী কলেজছাত্রী তার মায়ের সাথে খালা বাড়ি যাওয়া পথে ভুক্তভোগী দেখে জগাইরহাট সংলগ্ন সরকারী আশ্রয়ণ প্রকল্পের সামনে সারফি অশ্লীল ভাষায় কথাবার্তাসহ অশ্লীল অঙ্গভঙ্গী করে। ভুক্তভোগীর মা অশ্লীল কথা ও অশ্লীল অঙ্গ ভঙ্গীর প্রতিবাদ করলে সারফি তাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় ভুক্তভোগী কলেজছাত্রী তার মাকে বাঁচাতে সারফিকে ধাক্কা দেয়। সারফি ক্ষিপ্ত হয়ে ভুক্তভূগী কলেজছাত্রীকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি ঘটায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, সারফিকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com