ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সিরাজগঞ্জের কামারখন্দে ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মে ১৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংকের সেকেন্ড অফিসার ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মহাসড়কের কামারখন্দের সীমান্ত বাজারে ও সকালে উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় দূর্ঘটনা দুটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোঃ আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও উপজেলার চকচৌবিলা গ্রামের বাসিন্দা আবুল কালাম বগুড়া জোনের গ্রামীন ব্যাংকের শেরপুরের কুসুম্বী শাখার সেকেন্ড অফিসার।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার (এস আই) মোঃ ফিরোজ জানিয়েছেন- মামুন সকালে মোটর সাইকেলযোগে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌছলে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

এ দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, দূর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল সহ ব্যাংক কর্মকর্তা আবুল কালামকে পাটধারী এলাকায় র পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তর জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com