শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রাকে পরিবহনকালে কারখানা নির্মাণে ব্যবহৃত লোহার খুঁটি রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি নির্মাণাধীন কারখানার লোহার খুটি নিয়ে ট্রাক শ্রীপুর গোসিংগা সড়ক ধরে রেলস্টেশন
পার হচ্ছিল। পার হওয়ার সময় ট্রাক থেকে হঠাৎ লোহার খুটি রেল লাইনে পরে যায়।এতে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাষ্টার শামীমা আক্তার গণমাধ্যম কে জানান, ট্রাক থেকে রেল লাইনের উপর লোহার খুটি পড়ায় জয়দেবপুর – ময়মনসিংহ রেল সড়কে পুরোপুরি রেল চলাচল বন্ধ রয়েছে।বিষয়টি সমাধানের জন্য উর্ধতন কর্মকর্তা দের জানানো হয়েছে।এছাড়া পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে যাতে ভারী লোহার খুটি তোলার জন্য কোন যন্ত্র এনে দ্রুত সমস্যার সমাধান হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত সবশেষ তথ্য মতে, সংযোজন পিলার সরানোর কাজ চলছে কিছুক্ষনের মধ্যেই সমাধান হয়ে যাবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com