সাভারের চামড়াশিল্প নগরের একটি কারখানার চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর থেকে বাপ্পি মিয়া (২৬) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) হেমায়েতপুর হরিণধরার এলআইবি ট্যানারি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, রোববার নাইট শিফটে চামড়াশিল্প নগরের এলআইবি ট্যানারিতে কাজ করছিলেন বাপ্পি নামের এক শ্রমিক। রাতের কোনো এক সময় তিনি কেমিক্যালযুক্ত চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর পরে যান। পরে সোমবার ডে শিফটে সকালে কাজ করতে এসে অন্য শ্রমিকরা ড্রামের ভেতরে বাপ্পির লাশ দেখতে পান। পরে তারা ট্যানারি কর্তৃপক্ষ ও চামড়াশিল্প নগর ফাঁড়ির পুলিশকে জানায়।
পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, রাতে কাজ করার সময় অসতর্কতার কারণে বাপ্পি নামের শ্রমিক ড্রামে পরে যান। ড্রামের ভেতর থাকা কেমিক্যাল তার মৃত্যুর কারণ হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com