খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আগামী ১৫ জুন ২০২২ উপজেলা নির্বাচন এই নির্বাচনে যারা মনোয়ন দাখিল করেছেন, চেয়ারম্যানপদে ৫ ভাইস চেয়ারম্যান(পুরুষ)-৪ মহিলা ভাইস চেয়ারম্যান ৩ মোট ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। আজ ১৭ মে ছিল মনোয়ন দাখিলের শেষ তারিখ।
আওয়ামীলীগের দলিয় মনোনয়ন জমাদিয়েছেন মেমং মারমা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রুইসাঅং মারমা, আইয়ুব আলী, চাইথোয়াই চৌধুরী।
ভাইসচেয়ারম্যান(পুরুষ) প্রার্থী হিসাবে মনোনয়নজমা দিয়েছেন,ইখতিয়ারউদ্দিন চৌধুরী পলাশ, কংজরী মারমা, মানন্দ্র ত্রিপুরা, ফকরুল ইসলাম লিটন।
ভাইসচেয়ারম্যান(মহিলা)প্রার্থী হিসাবে মনোনয়নজমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান,ঝর্না ত্রিপুরা,হ্লামাপ্রু মারমা, ফাতেমা বেগম, মনোনয়ন জমা দিয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৫জন ২০২২ অনুষ্ঠিত হবে গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ১৭ মে (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই ১৯ মে (বৃহস্পতিবার)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে। প্রার্থিতা প্রত্যাহার ২৬মে (বৃহস্পতিবার) এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com