জেলার বোদা উপজেলায় আজ শিশু ও নারী উন্নয়ন সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রমের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মন উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com