জেলার বোদা উপজেলায় আজ শিশু ও নারী উন্নয়ন সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রমের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মন উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।