ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আশুলিয়ায় গণপিটুনিতে যুবক নিহত, থানায় মামলা

সাভার প্রতিনিধি
মে ১৮, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আশুলিয়ায় চলন্তবাসে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নামজুল মিয়া (৩১) নামের একজন নিহতের ঘটনায় দস্যুতা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম। এরআগে, মঙ্গলবার (১৭ মে) রাতে ট্রাফিক পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, চলন্তবাসে ডাকাতি চেষ্টার ঘটনায় নাজমুলসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মামলার বাদীও পুলিশ। তবে এখনও বাস জব্দ করা যায়নি। জব্দের চেষ্টা চলছে। মরদেহ অবশ্যই তার পরিবারকে দেয়া হবে। তবে শাহবাগ থানা পুলিশ পিএমও (ময়নাতদন্ত) করেছে।

প্রসঙ্গ, গত সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের যাত্রীবাহি একটি বাসে ডাকাতির চেষ্টা করে। এসময় একজনকে আটক করে গণপিটুনী দেয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com