ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়ীতে অতর্কিত হামলায় চেয়ারম্যানের আট বছরের শিশুপুত্র রাফসান নিহত হয়েছেন। এসময় চেয়ারম্যানের স্ত্রী দিল জাহান রত্না (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। সংকটাপন্ন রত্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
সদরপুর-ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের জানান, ছানু মোল্যার ছেলে এরশাদ হোসেন বিকেল সাড়ে ৪টার সময় লোকজন নিয়ে চেয়ারম্যান বাড়িতে হামলা করে। এসময় ঘরে এক বিছানায় শুয়ে থাকা চেয়ারম্যানের শিশুপুত্র আফসান ও স্ত্রী দিলজাহান রতœাকে কুপিয়ে জখম করে। এতে রাফসানের মৃত্যু হয়। গুরুত্বর আহত রতœাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ওই শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এলাকায় উত্তেজনা প্রসমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com