
শ্রীপুর পৌর এলাকার বৈরাগিরচালা এলাকায় স্টিল মিলের মালামাল লোড করার ক্রেনের ক্যাবল ছিঁড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটায় ওই এলাকার এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক রা গণমাধ্যম কে জানান, বুধবার বিকেলের দিকে শিপমেন্টের মালামাল কারখানা থেকে গাড়িতে তোলা হচ্ছিল। বড় ক্রেনের সাহায্যে ভারী স্টেইনলেস স্টিলের মালামালগুলো উঠানোর কাজ দেখাশোনা করছিলেন কিবরিয়া। একপর্যায়ে মালামালসহ ক্রেনের শক্তিশালী ক্যাবল ছিঁড়ে যায়। ক্রেনটি নিচে দাঁড়িয়ে থাকা কিবরিয়ার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কে জানিয়েছেন, ক্রেনের নিচে চাপা পড়ে কিবরিয়ার শরীরের উপরের অংশ থেঁতলে যায়
নিহত মোঃ গোলাম কিবরিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্ৰামের আব্দুর রহিমের ছেলে। তিনি ওই কারখানায় তিন বছর ধরে লোডিং বিভাগের স্টোরকিপার পদে চাকরি করছিলেন
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান গণমাধ্যম কে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
