
ঝালকাঠি জেলার রাজাপুরে নিখোঁজ ১২ বছর বয়সী শিশু মো. মাসুদের মৃতদেহ উদ্ধার করেছে উপজেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া খাল থেকে উদ্ধার করা হয়। মাসুদ উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. আবুল বাসারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে জাঙ্গালিয়া খালে গোসল করতে নেমে মাসুদ নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে নিজামিয়া এলাকায় জাঙ্গালিয়া খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
