সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা বেগম (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা বেগম (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)।
আর আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামে দুই জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট-বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন হাওরের ক্ষেতে বাদাম তুলতে যান। এ সময় মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে তারা বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই বিকট শব্দে বজ্রপাত শুরু হয় এবং ১১ জন আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে তিন শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য জামাল জানান, নিহত রিপা ৫ম শ্রেণি, আমিরুল ইসলাম ৬ষ্ঠ এবং তাওহিদা ৭ম শ্রেণিতে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com