খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে চট্টগ্রাম পাহাড়তলী দিশারী চক্ষু হাসপাতাল পরিচালনায় ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ও ছানি রোগ বাছাই ক্যাম্প শুরু হয়েছে।
আজ শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সারা দিনব্যাপী ২ শতাধিক রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ উপজেলার উচ্চ পদস্থলের কর্মকর্তরা।
চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতালের ডা. শাহ আলম মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ এক এক করে দুই শতাধিক চক্ষু রোগী সেবা দেন।
চক্ষু দেখাতে আসা রোগীরা বলেন, দুর্গম এরাকার দরিদ্র মানুষ। শহরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আজ আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছি। চিকিৎসক দুই একটা পরীক্ষা করে ঔষধ দিয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com