
জেলার সলঙ্গা থানা এলাকায় বজ্রপাতে আব্দুল লতিফ সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত করম আলী সরকারের ছেলে।
নলকা ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় কৃষক আব্দুল লতিফ গোয়াল ঘরে গরু তোলার জন্য ঘর থেকে বের হন। এসময় বাড়ির উঠানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
