
টাংগাইলের নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর অস্হায়ী কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেইন রোড নাগরপুর বাজারে মো.নওয়াব বেপাড়ীর মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়টি শুভ উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মো. সাজিদ খান।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা সভাপতি মুহাম্মদ জাকির সজিব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.রিপন মিয়ার সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব খুরশিদ আলম বাবুল। এ সময় দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা)।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আহবায়ক, নাগরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, মো. রবিউল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক, নাগরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সকল পর্যায়ের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
