ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে মিষ্টির পঁচা গাদ দিয়ে তৈরি হচ্ছে ‘সন্দেশ’

সাভার প্রতিনিধি
মে ২৪, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

নাম ‘সন্দেশ’ হলেও দুধ কিংবা ছানার লেশমাত্র নেই। এই সন্দেশ তৈরি হচ্ছে মিষ্টির কারখানার ফেলে দেওয়া পঁচা গাদ দিয়ে।

অনুসন্ধানে জানা যায়, সাভারে এই অনুমোদনহীন শিশুখাদ্য সন্দেশ তৈরির অন্তত কয়েক ডজন কারখানা রয়েছে। পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন ও আড়াপাড়াসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা এসব কারখানায় সপ্তাহে হাজার মণ সন্দেশ উৎপাদিত হয়।

এসব শিশুখাদ্য অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হয়। বিভিন্ন ব্রান্ড কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করার অভিযোগ রয়েছে এসব কারখানার বিরুদ্ধে।

বাড্ডা ভাটপাড়া ডিপমেশিন এলাকার একটি কারখানার মালিক মমিন জানান, প্রায় ১০ বছর ধরে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছেন। তার নেই কোনো ব্যবসায়িক ট্রেড-লাইসেন্স ও বিএসটিআই এর অনুমোদন। এ কাজে তিনি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যরা জড়িত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com