
নীলফামারীর ডিমলায় বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যামাসেমিয়াম আক্রান্ত ৩০ জন রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তার প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ে চেক আসা পর্যন্ত ৮ জন বিভিন্ন রোগের রোগী মৃত্যু বরন করায় তাদের নামের বরাদ্দকৃত চেক ব্যতিরেকে বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার (২৬-মে) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
