ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে সড়কের খানাখন্দে বদলে গেছে একটি মহল্লার নাম

সাভার প্রতিনিধি
মে ২৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

খানাখন্দে ভরা চলাচল অনুপযোগী সড়কের কারণে ঢাকার সাভার পৌর এলাকার একটি মহল্লার নামই বদলে গেছে। ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাগলপুর মহল্লাকে লোকজন এখন খিচুড়িপাড়া হিসেবে চেনেন।

ভাগলপুর খেয়াঘাট থেকে সিরামিকস বাজার পর্যন্ত ৪০০ মিটার দীর্ঘ সড়কটি পশ্চিম ভাগলপুর মহল্লার প্রায় ১৫ হাজার লোকের একমাত্র ভরসা। এ ছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরের ফোর্ডনগর, ধল্লা ও মোল্লাপাড়াসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ খেয়া পার হয়ে সাভারের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই সিঙ্গাইরের কয়েকটি গ্রামসহ স্থানীয়দের কাছে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরেও সড়কটি সংস্কার বা মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

পশ্চিম ভাগলপুরের স্থানীয় আব্দুল মান্নান বলেন, দেড় যুগের বেশি সময় আগে পৌরসভা থেকে সড়কটি ইটের সলিং করে দেওয়া হয়েছিল। এরপর আর সড়কটি সংস্কার বা মেরামত করা হয়নি। এ অবস্থায় ওই সড়কে ভাগলপুরের বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচল করায় সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার বা মেরামত না করায় পিচ, খোয়া ও সুরকি উঠে এবং বিভিন্ন অংশ দেবে গিয়ে সড়কটি অনেকটা খালের মতো হয়ে গেছে।

স্থানীয় ইসমাইল হেসেন বলেন, সাভার পৌর এলাকার প্রধান সমস্যা সড়ক, আবর্জনা, বিশুদ্ধ পানি ও নর্দমা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভোটের পরে আর প্রতিশ্রুতি পালন করেন না।

এক কলেজ শিক্ষার্থী বলেন, এই রাস্তা দিয়ে যানবাহনে যাতায়াত তো দূরে থাক, হাঁটাই দায় হয়ে পড়েছে। রাস্তাটি শিগগিরই সংস্কার করা দরকার।

ব্যবসায়ী মো: হাবিল বলেন, সড়কটির কারণে এলাকার কয়েক হাজার মানুষকে সারা বছর দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। মানুষ হেঁটে চলাচল করতে পারে না। চলাচলের এই দুর্ভোগের কারণে ক্ষোভে ও কষ্টে এলাকাবাসী পশ্চিম ভাগলপুরের নাম দিয়েছে খিচুড়িপাড়া।

শুধু ভাগলপুর খেয়াঘাট থেকে সিরামিকস বাজার সড়কই নয়, পৌর এলাকার নামাগেন্ডা, ভাগলপুর, বক্তারপুর, বাজার রোড, নামাবাজার, কাজিমুকমাপাড়া, বিনোদবাইদ, ব্যাংক কলোনি, জালেশ্বর, ইমান্দিপুর, মজিদপুর এবং চাপাইনসহ বিভিন্ন মহল্লা ঘুরে আরও অনেক সড়ক চোখে পড়ে, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হাজারো খানাখন্দে ভরা এসব সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয় না বলে জানান স্থানীয়রা।

পৌরসভার তথ্য অনুযায়ী প্রায় ১৫ বর্গকিলোমিটার আয়তনের সাভার পৌরসভায় ২৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এইচবিবি ও ফ্ল্যাট সলিং সড়ক রয়েছে ১৯ কিলোমিটার। আর কাঁচা সড়ক রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। এর মধ্যে ৫০ কিলোমিটার পাকা সড়ক পুনর্নির্মাণ বা সংস্কার করা প্রয়োজন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com