নীলফামারী ডিমলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ডিমলা ৪নং ক্লাস্টার অফিস কর্তৃক আরইএলআই প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৯ মে) উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং এসডিএফ এর সিএফ মোঃ রাশেদ ইসলামের উপস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্যগণ, এসডিএফ এর ডিমলা ৪নং ক্লাস্টার অফিসার মোঃ হুমায়ুন কবির, শুটিবাড়ি ৪নং ক্লাস্টার অফিসার মোঃ আমিনুল হক, উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিক এবং সূধী সমাজ।
বিশেষত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গ্রামীণ দরিদ্র অতিদরিদ্র বিমোচনে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে কাজ করে।
ডিমলা ৪নং ক্লাস্টার অফিসার মোঃ হুমায়ুন কবির প্রজেক্টের সকল তথ্য তুলে ধরে বলেন, আমার অধিনে বালাপাড়া, ডিমলা সদর, নাউতারা এবং ঝুনাগাছ চাপানি এই চারটি ইউনিয়নের পঁচিশটি গ্রামে কাজ করা হবে। আপনাদের ইউনিয়নে সুষ্ঠভাবে কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, অন্যান্য ইউনিয়নের চেয়ে আমার ইউনিয়নে দরিদ্র অতিদরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি। আপনারা আমার গরির দুঃখি মেহনতি মানুষগুলোর কল্যানে কাজ করতে আসছেন এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের সকল প্রয়োজনে পাশে আছি থাকবো।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com