উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গুইমারার আয়োজনে, সোমবার ৩০মে দুপুর ১২টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ আনসার ব্যাটালিয়ন, কুমিল্লাটিলা খাগড়াছড়ির পরিচালক মোঃ জিয়াউর রহমান, জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন।
এছাড়া উপজেলা আনসার ও ভিডিপির অন্যান্য পদবীর সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে, আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকান্ড স্ববিস্তারে বর্ণনা করে আনসার ও ভিডিপির ভাতা বৃদ্ধি ও রেশন ব্যবস্থা চালু করার দাবীসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, গুইমারা উপজেলা আনসার ও ভিডিপির প্রস্তাবকৃত সকল দাবীসমূহের বিষয়ে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি সকল আনসার ও ভিডিপিদের জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে নিঃস্থার্থে হয়ে কাজ করার আহবান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com