ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
মে ৩০, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।

আজ সোমবার (৩০ মে) আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোস সিস্টেম বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননয়ী প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া লক্ষে যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে যার স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্র্ণ ভাবে বসবাস করতে হবে।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পার্বত্য উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো: হারুন রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম প্রমূখ।

আলোচনা সভার শেষে বোয়ালখালী ইউনিয়নের দুর্গম এলাকার ২শত ৫১ পরিবারকে সোলার সিস্টেম বিতরন করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com