![](https://jagobulletin.com/wp-content/uploads/2024/11/fiti-header-ad-2025.jpg)
ধামরাইয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বিধবাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামে। নিহতের নাম চন্দ্রবানু (৬২)। সে স্থানীয় মৃত রিয়াজুল ইসলাম রেজুর স্ত্রী।
এলাকাবাসী জানান, প্রতিদিনের মত চন্দ্রবানু রোববার রাতের খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে দরজা খোলা অবস্থায় তার ঘরের ভেতর চন্দ্রবানুর রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।
তবে দুর্বৃত্তরা রাতে সিঁধে কেটে ঘরে ঢুকে চন্দ্রবানুর কান ছিঁড়ে দুল, তিন ভরি স্বর্ণা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুটে নেয়। এ সময় বাধা দিলে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে এমন দাবি করছেন নিহতের পরিবারের লোকজন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামাল লুটে নিতেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
![](https://jagobulletin.com/wp-content/uploads/2024/11/fiti-header-ad-2025.jpg)