রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের চুয়ামনি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার ওপেন হাউজ ডে উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঠাকুরগাঁও। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্র রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাটিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সরকার প্রমুখ।
ওপেন হাউজ ডে সভায় জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, নারী অপহরণ, বাল্যবিবাহ, ধর্ষণ, আত্মহত্যা, যৌন হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপরাধ সহ অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড সংক্রান্তে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com