ফরিদপুরে ট্রাকের চাপায় লিয়ন শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত লিয়ন ফরিদপুরের আব্দুল খালেক ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের আলালপুর এলাকার ছুরাপ শেখের ছেলে।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের রংধনু ফ্রিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লিয়ন মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ট্রাকের চাকার তলায় পড়ে। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।
ফরিদপুরের কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।