
টাংগাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় যমুনা নদীর ভাংগন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) যমুনা নদীর ভাংগন রোধে এ জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এবার যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে নিশ্চিন্তপুর এলাকায় ব্যাপক ভাংগন দেখা যায়। এ ভাংগনের ফলে নিশ্চিন্তপুর বাজার, স্থানীয় বাড়িঘরসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে শুরু করে। জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরুর ফলে কিছুটা হলেও নদী ভাংগন রোধ হবে।তবে এলাকাবাসী নদী ভাংগন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন।
টাংগাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,নিশ্চিন্তপুর এলাকায় যমুনা নদী তীরবর্তী ১৭৫ মিটার জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
যমুনা নদীর ভাংগন রোধে এ জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,টাংগাইল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমদাদুল হক,নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মোঃ ফখরুল হাদি টিটু প্রমূখ।
এরপর দপ্তিয়র ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন এমপি টিটু।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
