
জেলায় আজ ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, সুফলভোগী ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় ও বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ ও তরুন কর্মকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার ধাম প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলায় ১৫ জন সুফলভোগী ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
