ফরিদপুর শহরের বিভিন্ন চাউলের দোকান ও গোডাউন গুলোতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চকবাজার এলাকায় অভিযান চালায় তারা।
জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল শেখ বলেন, চাউলের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে সরকার ঘোষিত অভিযানের অংশ হিসাবে আজ জেলায় চাউলের সবচেয়ে বড় বাজারে অভিযান চালনো হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সিভিল সার্জনের প্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও জেলা পুলিশের সহযোগীতায় চাউলের বিভিন্ন দোকান ও গোডাউন গুলোতে তল্লাশি করা হয়। এসময় নিয়ম বহির্ভুত ভাবে চাউল রাখা ও মুল্য তালিকার অসংগতি থাকার অপরাধে মেসার্স সোহেল রাইস ও মেসার্স জয় গোবিন্দ সাহা নামে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমান করা হয়। ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪০ ধারায় তাদের কে জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন চাউলের দোকানের লাইসেন্স, চালানকপিসহ নানা কাগজপত্র যাচাই বাছাই শেষে দোকানদারদের সতর্ক করে দেন।