ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বাসস
জুন ১, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুগ্ধ দিবস দিবস উপলক্ষে জেলায় আলোচনাসভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

“পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” শিরোনামে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন  জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন।

আলোচনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আমিনুল ইসলাম এবং জেলা ডেইরি খামার এ্যাসোসিয়েশনের সভাপতি এ কিউ এম ওয়াজেদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

আলোচনাসভায় জানানো হয় দুগ্ধ উৎপাদনে নওগাঁ উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত। এ জেলায় বর্তমানে ৪ লাখ লিটারের বেশী দুগ্ধ উৎপাদন হয়। জেলার মোট চাহিদা ২ লাখ ৬৬ হাজার লিটার। উদ্বৃত্ত থাকের ১ লাখ ৪৩ হাজার লিটার দুধ।
আলোচনাসভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং দুগ্ধ খামারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে বের করা হয় একটি র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। জেলা প্রশাসক র‌্যালিতে নেতৃত্ব দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com