ফরিদপুরের নগরকান্দায় জাগো বুলেটিন অনলাইন নিউজ পোর্টালে গত শনিবার (২৮ মে) “নগরকান্দায় সরকারি জায়গা দখল : নামে বেনামে ডিসিআর” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর ফরিদপুরের নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৫ টায় নগরকান্দা পৌর এলাকার পৌর কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভা এলাকার বিভিন্ন সরকারী জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরকান্দা পৌর এলাকায় অভিযান চালানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানা পুলিশ ও আনসার সদস্যরা।নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন পৌর সভার মধ্যে সরকারি জায়গা দখল কারীদের হাত থেকে উদ্ধার করবার জন্য যে যে প্রদেক্ষেপ নেওয়া দরকার সে ব্যবস্থা নিব।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com