ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

চাঁদাবাজির অভিযোগে মানিকছড়ি প্রেসক্লাব থেকে এইচএম আলমগীরকে বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি
জুন ৩, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেসক্লাবের সদস্য এইচ.এম. আলমগীর হোসেনকে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে প্রেসক্লাব সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে জানা গেছে, প্রেসক্লাব সদস্য এইচ.এম.আলমগীর হোসেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর বাড়ি মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির এলাকায়। মাই টিভি’র পরিচয়ে এইচ.এম. আলমগীর হোসেন সাংবাদিকতার আঁড়ালে সংবাদ প্রকাশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে সখ্যতার ভয়-ভীতি দেখিয়ে জনপদে চাঁদাবাজি ও হয়রানী করে আসছিল। সম্প্রতি উপজেলার সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধিসহ ভোক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের এবং আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে জনপদে সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হওয়ার আশংকা সৃষ্টি হয়। যার ফলে গত ১২ মে প্রেসক্লাব বিশেষ সভা আহব্বান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। যার ফলে গত ১ জুন রাতে ক্লাবের সাধারণ সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শেষে তদন্ত কমিটির প্রতিবেদনটি আমলে নিয়ে প্রেসক্লাব সদস্য এইচ.এম. আলমগীর হোসেনের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক অপ-সাংবাদিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠনের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে এইচ এম আলমগীর হোসেন বলেন, আমাকে ও পরিবারকে হেয় করার উদ্দ্যেশে কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য যে, সাংবাদিকতার আঁড়ালে অপ- সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ ২০১৩ সালে এই সংবাদকর্মী সিআর মামলা নং ৬২/১৩ মূলে জেল-হাজতে যেতে হয়েছিল। প্রেসক্লাব সভাপতি মো.মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com