
স্বামী ও শ্বশুর শাশুরীর বিরুদ্ধে হয়রানী মূলক অপহরণ মামলা করায় নিজ বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো সুস্মিতা নামের এক মেয়ে। সুস্মিতার দাবী গত কয়েক দিন আগে গাবতলী থানার তেলীহাটা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে জয়ন্ত নামের তার প্রেমিককে পালিয়ে বিয়ে করে।
এ ঘটনা জানার পর তার পিতা খোকন চন্দ্র তার স্বামী ও তার পরিবারের লোকদের জড়িয়ে অপহরণ মামলা করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরাইদহ গ্রামের সুনিল চন্দ্রের বাড়িতে এক সংবাদ সম্মেলন করা হয়। সুস্মিতা মহন্ত বলেন, আমার বয়স ২০ বছর। আমার পছন্দ করার বয়স হয়েছে। আমি আমাদের পাশের তেলীহাটা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে জয়ন্তর সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক জেরে আমি তার হাত ধরে আমার বাবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে নাটোর কোর্টে বিয়ে করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার স্বামী ও শ্বশুরদের বিরুদ্ধে আমাকে অপহরণে বানোয়াট মামালা দিয়েছে। আমি তার প্রতিবাদ করছি, সেই সাথে অযথা হয়রানী না করে আমাদের মেনে নেয়ার জন্য বাবাকে অনুরোধের পাশাপাশি প্রসাশনে দায়িত্বরতদের নিকট অনুরোধ আমার বাবার কথায় আমার স্বামী ও শ্বশুরকে যেন হয়রানি না করে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
