খাগড়াছড়িতে বিএনপির সাবেক এমপি বাখাগড়াছড়িতে হঠাৎ করে বড় দুই দলের রাজনৈতিক অস্থিরতা। বিএনপি সভাপতির বাড়ি ও গাড়ি ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।
আজ (শনিবার) সকাল সাড়ে ১১টায় দিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপি কেন্দ্রীয় নেতা, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা করে।
বিএনপির অভিযোগ করে জানান, এসময় ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি হামলা করে ব্যাপক ভাংচুর করে। একই সময়ে নেতাকর্মীদের ৪টা মোটরসাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটা মোটরসাইকেল ভাংচুর করে। আশেপাশের বাড়ি ঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। তাছাড়া খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ছয়টি দোকান ভাংচুর করে, প্রায় ২৫ জন নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, ওয়াদুদ ভূইয়া বাড়ি ভাংচুরের পরে ভিতরে ডুকতে চাইল। এটা পূর্ব পরিকল্পনার ভাবে ওয়াদুদ ভূইয়াকে হত্যার চেষ্টা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানায়। দ্রæত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি পালনে বাধ্য হবে জেলা বিএনপি।
এ দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী অশিকার করে বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি ও কটুক্তি প্রতিবাদে কার্যালয় থেকে শান্তিপূর্ণ আওয়ামী লীগের মিছিল চলাকালে ছাত্রদল টিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com