সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদাসহ ১১ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার (০৩ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে সাভার উপজেলার বলিয়াপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (০৪ জুন) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-৩।
র্যাব-৩ জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় কিছু লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে ১১ জনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। আটক কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব-৩।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com