মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সমন্বিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হালিম রাজ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার ৯টি উপজেলার চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মাদকরোধে বিস্তর আলোচনা করেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালায় সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com