ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জের ধরে ২৩ বছর বয়সী মেশকাত হাসানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান। ঘটনা স্বিকার করেছে ৩২ বছর বয়সী বড় ভাই মেহেদী।
রোববার ৫ জুন ভোররাতে উপজেলার টিএন্ডটি সড়কের একটি বাড়িতে দুই ভাইয়ের মধ্যে মারধরের ঘটনাটি ঘটেছে বলে তথ্য নিশ্চিত করেছে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলা শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা আমীর আলী তালুকদারের মেঝ ছেলে ও ছোট ছেলের মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ হয়। এরই জের ধরে ছোট ভাই মেশকাতকে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বড় ভাই মেহেদী।
তাদের আরেক ভাই রুহুল আমীন ভোর ৫টায় আহত মিশকাতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সারে ৬টায় মারা যায় মেশকাত। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় আঘাত পাওয়ায় মেশকাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
এদিকে সকাল ৭টার দিকে নলছিটি থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন বড় ভাই মেহেদী হাসান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মেহেদীকে থানায় আটক রাখা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com