আগামীকাল মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে বুধবার (৮ জুন) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সড়ক অবরোধ ডেকেছে জেলা বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভঁ‚ইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাস ভবনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, বাড়ি-গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ, নেতাকর্মীসহ শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো আওয়ামী লীগের মিথ্যা মামলা গ্রহণ, জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে এই সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা বিএনপি গণমাধ্যম শাখা।
রবিবার (৫ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সড়ক অবরোধের কথা জানানো হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার টানা ২৪ ঘণ্টা সড়ক অবরোধ ডাক দেওয়ার কথা স্বীকার করে বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে গত শনিবার তার বাস ভবনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও ভাংচুরের প্রতিবাদে আজ সোমবার (৬ জুন) খাগড়াছড়ি জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ আহবান করার পর এই কর্মসূচিকে বানচাল করার জন্য জেলা জুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তান্ডবলীলা চালাচ্ছে। জেলার দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজে আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সবাই জেলে যাবো। তারপরও এক ইঞ্চিও ছাড় দেবো না।
তিনি জানান, সড়ক অবরোধ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরী সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস এ্যাম্বুলেন্স ও সংবাদ পত্রের গাড়ি ও সাংবাদিক অবরোধের আওতামুক্ত থাকবে।
প্রসঙ্গ, গত শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ ৩/৪ শতাধিক সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভঁ‚ইয়ার বাস ভবনে হামলা চালায়। প্রথমে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারপর সন্ত্রাসীরা ওয়াদুদ ভঁ‚ইয়ার প্রাইভেট কার, লাইট পোষ্ট, সিসি ক্যামেরা ও ঘরের আসবাসপত্র ভাংচুর করে। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হন অন্তত ১৭ জন দলীয় নেতাকর্মী ও সাধারণ পথচারী। এছাড়া আশপাশে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় হামলা ও ভাংচুর থেকে বাদ যায়নি খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল’র বাড়িও। এই তান্ডব লীলার ঘটনায় থানায় মামলা দিতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পক্ষান্তরে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজকে প্রধান করে শতাধিক বিএনপি’র নেতাকর্মীকে আসামি করে মিথ্যা মামলা গ্রহণ করে পুলিশ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com