
ফেনীর দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর আলীপুর গ্রামে নাসরিন আক্তার নিপা (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে।
রবিবার (৫মে) রাত ৭ টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
পরবর্তীতে রাত ৮ টা ৩০ মিনিটের সময় পরিবারের লোকজন দাগনভূঞা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ফেনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাসরিন আক্তার নিপা উত্তর আলীপুর গ্রামের চৌকিদার বাড়ির বাহার মিয়ার মেয়ে। তার বিয়ে হয়েছে ৪ মাস প্রায় কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে নেয়া হয়নি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
