
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফটোশপে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে ছড়িয়ে দেয়া কিশোর ওই কিশোরীর সহপাঠী ১৭ বছর বয়সী এসএসসি কিশোর পরীক্ষার্থী। তাকে গ্রেফতার করেছে তেতুঁলিয়া মডেল থানার পুলিশ। কিশোর ও কিশোরী একই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা।
রোববার (৫ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বিচার চেয়ে শনিবার (৪ জুন) ওই পরীক্ষার্থী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় পোর্নগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
আটক ওই এসএসফি পরীক্ষার্থী (১৭) জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের নায়েব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালবাহান ইউনিয়নের ছোট দলুয়াগছ গ্রামের ১৭ বছর বয়সী স্কুলছাত্রী কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। একই স্কুলের সহপাঠী বোয়ালমারী এলাকার নায়েব আলীর ছেলে (১৭) কিশোর। তারা দুই জনে একই সাথে স্কুলের পাশাপাশি এবারে এসএসসি পরীক্ষার জন্য প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ার মাঝে ওই পরীক্ষার্থী কিশোর সহপাঠী কিশোরী পরীক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। এতে কিশোরী রাজি না হওয়ায় ওই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি তৈরি করে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। একই সাথে ওই কিশোরীকে মেসেজ করে সেই ছবি দেয়। এতে ওই কিশোরী ছবি দেখে তার বাবাকে বিষয়টি জানায় এবং প্রেমের প্রস্তাপের বিষয়টি খুলে বলে। পরে কিশোরী পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শনিবার (৪ জুন) রাতে মামলা দায়ের করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরর পর ওই কিশোরকে শনিবার রাতেই গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। তবে দুজনেই এবারের এসএসসি পরীক্ষার্থী।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
