ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মোংলায় আগুনে পুড়লো বসত ঘর, ১০ লাখ টাকার ক্ষতি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৬, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন সড়কে ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ এর বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে এ পরিবারটির জরুরি কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্নিচার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়িওয়ালা ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন মুহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ও মোঃ আহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনা স্থলে যাই। কত টাকার ক্ষতি হয়েছেতা এখন বলা যাচ্ছে না।

রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com