পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে পঞ্চগড় সিভিল সার্জন ।
সোমবার (৬ জুন) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শহীদুল শহীদ ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিডি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু ,যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভির আব্দুর রহিম,স্বাস্থ্য কর্মকর্তা মো: হাসিবুর রহমান লাবু ।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসান জানান, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জেলার ৫ উপজেলা ও ১টি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭শ ৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২শ ৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।