
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নোমান আহমেদ হাবির এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ নূর জাহান বেগম, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ ফরিদা আক্তার প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
