ঝালকাঠির কাঁঠালিয়া চাকুরি স্থায়ীকরণের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ করেছে উপজেলা চেচঁরী রামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ০১ আদালতে প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে গত সোমবার মামলা দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর তদন্তভার অর্পণ করেন।
আসামী মেহেদী হাসান উপজেলা মরিচবুনিয়া গ্রামের মৃত কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
মামলার বাদী ভুক্তভোগী নারীর অভিযোগ, চেচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী চাকুরী অবস্থায় তার স্বামী আলতাফ হোসেন খান ২০১৯ সালের ৬ জুন মারা যায়। স্বামীর বেতন ভাতার পাওনা টাকার জন্য বিভিন্ন সময় প্রধান শিক্ষকের কাছে যায় ঐ নারী। আয়া পদে চাকরী দেওয়ার কথা বলে অস্থায়ী হিসেবে নারীকে দিয়ে স্কুলের কাজ করায় প্রধান শিক্ষক। স্বামীর পাওনা টাকা এবং চাকুরী স্থায়ী করার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব আসছিল।
এতে রাজি না হলে গত ২৭ মে ১১ টার দিকে প্রধান শিক্ষক মেহেদী হাসান ওই নারীর বাড়িতে গিয়ে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে স্বামীর পাওনা টাকা ফেরত পাবেনা এবং তার চাকুরী ও স্থায়ী হবেনা বলে হুমকি দেয় প্রধান শিক্ষক।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মেহেদী হাসানের মুঠোফোনে কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com