খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের পাশ থেকে মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা আজ শুক্রবার (১০জুন) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সড়কের পাশে মরাদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মাথাবিহীন মরাদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান মৃত ব্যক্তি দীঘিনালার একজন চা দোকানদার ছিলেন। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায় ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম হাজাছড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ছোট মেরুং বাজারে চাক দোকান করতেন। গতকাল বৃহস্পতিবার মেরুংয়ে হাটবার ছিল। সে কারণে তার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা দিতে বিলম্ব হয়। স্থানীয়দের ধারণা, বাড়ি ফেড়ার পথেই তাকে হত্যা করা হয়েছে।
আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তখনও নিহতের মস্তক উদ্ধার হয়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com