ফরিদপুর শহরের শতবছরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তউল্লাহ বাজারের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২২-২০২৭ ইং অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে জুন বৃহস্পতিবার। এই নির্বাচনকে সামনে রেখে পৈতিক সূত্র ধরে নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিযোগীতা করছেন শরীয়ত উল্লাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো ইলিয়াস শেখ। তিনি ইলিয়াস ট্রেডাস এর কর্ণধার হিসেবে সুপরিচিত।
নির্বাচনী তফসিল ঘোষণা পর থেকে হাজী শরীয়তউল্লাহ বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন নিয়ে মো ইলিয়াস শেখ জানান, আমি নির্বাচিত হলে বাজারের প্রতিটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত করবো ও প্রতিটি সাধারণ জনগন বাজারে বাজার করতে আসলে তাদের ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা হবে ।
তিনি আরো বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে বাজার তথা আপনাদের সেবা করতে পারি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com