ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামে ৯ জুন বৃহস্পতিবার সকালে টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে মারপিট করায় আহত হয়েছেন ৪ জন।
আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলেন রাহেলা বেগম (৫৫),সনিয়া আক্তার (২৩),মজিবর মিয়া (৬৫),প্রতিপক্ষ তানিয়া বেগম(২৩)।
শশা খালপাড় নতুন পাড়ার বাসিন্দা মজিবর মিয়ার টিউবওয়েল থেকে সকাল ৬.৩০ মিনিটের সময় একই বাড়িতে বসবাসরত উজ্জ্বল ফকিরের বউ তানিয়া পানি আনতে গেলে এমন সময় সনিয়া কল থেকে পানি নিবিনা বলে নিষেধ করে। বাক বিতন্ডা শরুর এক পর্যায়ে সেকেন্দার ফকির, এসকেন ফকির ও তাদের সন্তানরা ফারুক,উজ্জ্বল, মারুফ, হাবিবুল্লাহ,ফিরোজ সুজন গংরা মজিবর মিয়ার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, লুটপাট,ভাংচুর করেন বলে অভিযোগ করেন।
এবিষয় মজিবর মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
বিবাদী পক্ষ উজ্জ্বল ফকির বলেন আমার বউ তানিয়া তাদের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তাকে মারপিট করে সোনিয়া। আমরা চিল্লান শুনে এগিয়ে গেলে একপর্যায়ে তাদের ঘর থেকে বটি এনে আমাকে কোপ দিতে গেলে সেই কোপ তার মায়ের পায়ে লাগে।এছাড়া সোনিয়ার কারনে গ্রামের মানুষের ঘুম হারাম যেন কারে কোন সময় ফাঁসিয়ে দেয়।
মজিবর মিয়া বলেন ওরা আমার পরিবারের উপর হামলা চালায় মারপিট করে ভাঙ্গাচুরা করে এবং টাকা ও স্বর্নঅলংকার নিয়ে যায়।আমি থানায় অভিযোগ দিয়েছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com