জেলায় এবার ৩ লাখ ৬ হাজার ৩১২জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ছয়টি উপজেলা ও দুইটি পৌরসভায় এ কার্যক্রম চলবে।
আজ শনিবার বিকাল চারটার দিকে শহরের পুরাতন হাসপাতালের সম্মেলনকক্ষে জেলা স্বাস্থ্যবিভাগ আয়োজিত সাংবাদিকদের অরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
নীলফামারীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এ কর্মশালায় ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সিনিয়র সাংবাদিক ভুবন রায় নিখিল, জেলা স্বাস্থ্য বিভাগের জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাদের প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রয়েছে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ৩০ হাজার ৭২৩জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুইলাখ ৭৫ হাজার ৫৮৯ জন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে জেলার ছয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় একহাজার ৫৮৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ কর্মসূচি সফল করতে তিনহাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৯১ জন সুপারভাইজার কাজ করবেন।
চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কার্যকারিতা ৬ মাস পর্যন্ত। এ কারণে ৬ মাস অন্তর এ ক্যাম্পেইন হয়। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মৃত্যু ঝুঁকি কমায়।