অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদকে র্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জের অভিভাবক জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার), ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি আনুষ্ঠানিকভাবে এই দুই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিধান করান।
এ সময় রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করার আহ্বান জানান। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এসময় রেঞ্জ ডিআইজি অফিস এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com