ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

রাস্তা দখলমুক্তকরণে মসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
জুন ১৪, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নতুনবাজার এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণে আজ বেলা ১১টা থেকে বেলা ০৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মূল রাস্তার এবং গলির ভেতরের রাস্তা দখল করে থাকা ফলের দোকান, লোহা ও স্টিলের দোকান ও অন্যান্য দোকান এর মালামালসহ সঞ্জামাদি জব্দ করেন। পরবর্তীতে আদালতের সম্মুখে এ সকল জব্দকৃত মালামাল ও সরঞ্জামদি নষ্ট করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, রাস্তা ও ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মেয়রের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যানজট নিরসন এবং নাগরিকজীবন স্বাচ্ছন্দময় করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ৭ জুন ও ৮ জুন নতুনবাজরে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদসহ দোকানীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ মাসুদ রানা। পরবর্তীতে একই স্থানে আবার অবৈধ দখল সৃষ্টি হলে আজ এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযানকালে, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com